সৌদিতে ৬শ’ সিনেমা হল তৈরি হতে যাচ্ছে!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৫০ পিএম, ৫ জুলাই ২০১৮

সিনেমা হলরাজধানী রিয়াদে ১৮ এপ্রিল থেকে চালু হয়েছিল সৌদি আরবের প্রথম সিনেমা হল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়েছে।

আর এর ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সৌদি আরবে আরো ৬শ’ সিনেমা হল তৈরি হতে যাচ্ছে।

দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ এ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমে ১ লাখ ১৭ হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করার সুযোগ পাবে।

১৬ বিলিয়ন সৌদি রিয়ালের এ বিনিয়োগে সিনেমা হলের সঙ্গে শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট অন্তর্ভুক্ত রয়েছে।

আরব বিজনেস রিয়াদে যে সিনেমা হলটি নির্মাণ শুরু করেছে ফক্স তা চালু হচ্ছে আগামী বছর। এ ধরনের মাল্টিপ্লেক্স সৌদি আরবে সবচেয়ে বড় আকারের ও প্রথম। কিং খালেদ এয়ারপোর্ট রোডে এ প্রকল্পের জন্য জমি দেয়া হচ্ছে সাড়ে চার লাখ বর্গমিটার।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)