সাকিব-মাহমুদউল্লাহ কে কত পাবেন সিপিএলে ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ৩ মার্চ ২০১৮

সাকিব আল হাসান
অনলাইন ডেস্কঃ ইনজুরির কারণে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছেন সাকিব আল হাসান। তবে এরইমাঝে সাকিবের জন্য এলো সুখবর। তা হলো, ক্যারাবীয়ান প্রিমিয়ার লীগে ( সিপিএল ) দল পেয়েছেন বিশ্বসেরা এই নাম্বার ওয়ান অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগটিতে বার্বাডোসের জার্সিতে দেখা যাবে তাকে। ১ লক্ষ ৩০ হাজার ডলারে সাকিব’কে নিয়েছে বার্মাডোজ।

গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন সাকিব। তবে এবার ফিরছেন তার সাবেক দল বারবাডোজ ট্রাইডেন্টসে। সেবার দলটির নেতৃত্বে ছিলেন কাইরন পোলার্ড। বার্বাডোজের হয়ে বল হাতে যাদু দেখিয়েছিলেন সাকিব। ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

অন্যদিকে, এবারই প্রথম নিলামে দল পেয়েছেন পিএসএলে কোয়েটার হয়ে খেলা রিয়াদ। যদিও এরআগে সর্বশেষ আসরে তিনি সাকিবের বদলি হিসেবে জ্যামাইকাতেই খেলেছেন। মাহমুদউল্লাহকে দলে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তবে সাকিবের মতো অত দাম পাননি মাহমুদউল্লাহ। তাকে কিনতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের খরচ হয়েছে ৭০ হাজার ডলার।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে লন্ডনে বসেছিল সিপিএলের আসছে আসরের নিলাম।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)