আজ থেকে ঢাকা-বরিশাল রুটে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৯ আগস্ট ২০১৮

ফাইল ফটোআসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা-বরিশাল নৌপথে বেসরকারি লঞ্চের স্পেশাল সার্ভিস। ঈদের দিনসহ দুদিন বাদে ৩১ আগস্ট পর্যন্ত এ সার্ভিস চলবে।

বিআইডব্লিউটিএ বরিশাল অফিস সূত্রে জানা গেছে, এবারের ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে ৩০টি বেসরকারি লঞ্চ যাত্রীসেবায় স্পেশাল সার্ভিসে থাকছে। এর মধ্যে ২২টি ঢাকা-বরিশাল নৌরুটের এবং অপর ৮টি ভায়া রুটে চলাচল করবে। এবারের ঈদে স্পেশাল সার্ভিসে থাকবে সুরভী-৭, ৮ ও ৯, সুন্দরবন-৮, ১০ ও ১১, পারাবত-৮, ৯, ১০, ১১ ও ১২, এমভি কামাল-১, কীর্তনখোলা-১০ ও ২, এমভি দীপরাজ, টিপু-৭, ফারহান-৮, কালাম খান-১, অ্যাডভেঞ্চার-১ ও ৯, গ্রিনলাইন ওয়াটার ওয়েজ-২ ও ৩।

এগুলো ঢাকা-বরিশাল রুটে সরাসরি স্পেশাল সার্ভিস দিলেও আরও ৮টি লঞ্চ ভায়া রুটে স্পেশাল সার্ভিস দেবে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তায় প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় মিয়ারচর রুট বাদ দিয়ে লঞ্চের মাস্টারদের কালীগঞ্জ রুট ব্যবহারের জন্য বলা হয়েছে। পাশাপাশি ঈদের আগে ও পরের ৭ দিন অর্থাৎ ১৪ দিন নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি বলেন, ১৯ ও ২০ তারিখ যাত্রী খুব বেশি হতে পারে। সেক্ষেত্রে বরিশাল নদীবন্দরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করেছে র‌্যাব-পুলিশ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)