পাথরঘাটায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ০৬:৫৪ পিএম, ৩০ আগস্ট ২০১৮

পাথরঘাটায় কলেজ রোডে দেয়াল চাপা পরে ডেকরেটর ব্যবসায়ি শ্রী শেখর হাওলাদারের একমাত্র ছেলে নিলয় (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিলয় পাথরঘাটা তাসলিমা মেমোরিয়ালে একাডেমির তৃতীয় শ্রেনীর ছাত্র।
নিলয়ের মৃত্যুতে পরিবারের আহাজারিতে গোটা এলাকা ভাড়ি হয়ে উঠেছে।
কলেজ রোডের সাবরেজিস্ট্রি অফিস কমপ্লেক্স মসজিদ নতুন করে নির্মানের জন্য ভেঙ্গে ফেলের কাজ চলছিলো। নিহত নিলয়ের প্রতিবেশি ও সহপাঠিরা জানান স্কুল থেকে এসে সাবরেজিস্ট্রি অফিসের পুকুরে গোসল করে বাসায় আসার পথে অসাবধানতা বশত ভাঙ্গা মসজিদের পাশ দিয়ে যাবার সময় ভাঙ্গনকৃত মসজিদের সানসেট ভেঙ্গে তার গায়ে পরে। তখন অপর প্রান্তে শ্রমিকরা কাজ করতে ছিলো, তারা এসে শিশুটিকে চাপার নিচ থেকে বাহির করে।

খবর পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খবির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন
নিহত নিলয়ের কাকা বিটুল মোক্তার জানান মরদেহ তাদের গ্রামের বাড়ি নিজলাঠিমারা নিয়ে যাওয়া হয়েছে।

এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান এখন থানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)