নেইমারের অস্ত্রোপচার সফল, মৌসুম শেষ
অনলাইন ডেস্কঃ
নেইমারের ডান পায়ের পাতার অস্ত্রোপচার সফল হয়েছে। শনিবার রাতে ব্রাজিলের বেলো হরিজন্তে হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে। আজই রিও ডি জেনিরোয় নিজের বিলাসবহুল বাড়িতে ফিরছেন তিনি। এখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
পিএসজি জানিয়েছে, নেইমারের পায়ের পাতায় ভাঙা হাড় সারাতে করা অস্ত্রোপচার সফল হয়েছে। তবে কবে নাগাদ তিনি ফিরবেন তা নিয়ে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আনুমানিক ৬/৮ সপ্তাহ সময় লাগতে পারে।
যদি এমনটি হয় তাহলে নেইমারের মৌসুম শেষ। বাকি সময়ে তাকে আর পাচ্ছে না পিএসজি।
নেইমারের অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সুস্থ হয়ে ওঠাটা নির্ভর করছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শারীরিক সক্ষমতার ওপর। তবে ওর মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে তিন মাস।
আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। ফুটবলের বিশ্ব মঞ্চে নেইমারের খেলার ব্যাপারে আশাবাদী লাসমার।
গত রোববার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের উড়ন্ত জয় পায় পিএসজি। এতে টাইটেল রেসে এগিয়ে যায় প্যারিসের দলটি। তবে ওই দিনই দুঃসংবাদ ধেয়ে আসে, নেইমারের পায়ের ডান পাতার পঞ্চম মেটা টারসাল হাড় ভেঙে যায়।
পাথরঘাটা নিউজ/এজেআর/ ৪ মার্চ