মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাইমঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার তেতুলতলা গ্রাম্য বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ৱীরা দাবি করেছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল শীল জানান, শনিবার দিনগত রাত ১১টার দিকে টিকিকটা ইউনিয়নের তেতুলতলা গ্রাম্য বাজারের ইউনুচ খায়ের এর খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন পার্শ্ববর্তী কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি খাবার হোটেল, ওষুধের দোকান, একটি মুদি মনোহারি, একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পথে বসেছেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ নভেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)