কোপা আমেরিকা শুরু ১৪ জুন

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৬ ফেব্রুয়ারী ২০১৯

কোপা আমেরিকার ২০১৯

আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসর বসবে ব্রাজিলে।

দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ২০১৯ আসরে অংশ নেবে মোট ১২টি দেশ।

এই মহাদেশের ১০টি দেশের সঙ্গে এবার অতিথি দল হিসেবে থাকছে এশিয়ার দুই দেশ জাপান ও কাতার।

গেল বৃহস্পতিবার রাতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কনসার্ট হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হয়েছে ২০১৯ কোপা আমেরিকার গ্রুপপর্বের ড্র।

অনুষ্ঠানে কাফু, জিকো, জেনিত্তি, লুগানোর মতো সাবেক লাতিন তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রাজিলের বিখ্যাত নারী ফুটবলার মার্তা।

মোট তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ব্রাজিলের পাঁচটি শহরে হবে এবারের আসর। আসছে ১৪ জুন সাও পাওলোতে ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে শতবর্ষী এ টুর্নামেন্টের।

৭ জুলাই রিও’র ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে।

কোন গ্রুপে কারা রয়েছে-

গ্রুপ এ: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু।
গ্রুপ বি: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।
গ্রুপ সি: চিলি, ইকুয়েডর, জাপান ও উরুগুয়ে।

ম্যাচের সময়সূচি:

গ্রুপ এ:
১৪ জুন – সাও পাওলো – ব্রাজিল-বলিভিয়া
১৫ জুন – পোর্তো অ্যালেগ্রি – ভেনিজুয়েলা-পেরু

১৮ জুন – রিও ডি জেনিরো – বলিভিয়া-পেরু
১৮ জুন – সালভাদর – ব্রাজিল-ভেনিজুয়েলা
২২ জুন – বেলো হরিজন্তে – বলিভিয়া-ভেনিজুয়েলা
২২ জুন – সাও পাওলো – পেরু-ব্রাজিল।

গ্রুপ বি:
১৫ জুন – সালভাদর – আর্জেন্টিনা-কলম্বিয়া
১৬ জুন – রিও ডি জেনিরো – প্যারাগুয়ে-কাতার
১৯ জুন – বেলো হরিজন্তে – আর্জেন্টিনা-প্যারাগুয়ে
১৯ জুন – সাও পাওলো – কলম্বিয়া-কাতার
২৩ জুন – পোর্তো অ্যালেগ্রি – কাতার-আর্জেন্টিনা
২৩ জুন – সালভাদর – কলম্বিয়া-প্যারাগুয়ে।

গ্রুপ সি:
১৬ জুন – বেলো হরিজন্তে – উরুগুয়ে-ইকুয়েডর
১৭ জুন – সাও পাওলো – জাপান-চিলি
২০ জুন – পোর্তো অ্যালেগ্রি – উরুগুয়ে-জাপান
২১ জুন – সালভাদর – ইকুয়েডর-চিলি
২৪ জুন – বেলো হরিজন্তে – ইকুয়েডর-জাপান
২৪ জুন – রিও ডি জেনিরো – চিলি-উরুগুয়ে।

কোয়ার্টার ফাইনাল: ২৭ জুন থেকে ২৯ জুন।

সেমিফাইনাল: ২ জুলাই ও ৩ জুলাই।

তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ: ৬ জুলাই।

ফাইনাল: ৭ জুলাই
পাথরঘাটা নিউজ/এজেআর/ ১৬ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)