পাথরঘাটায় বৃস্টিতে আলু চাষীর ব্যাপক ক্ষতি (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৫ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:২৩ এএম, ৬ মার্চ ২০১৯

পাথরঘাটায় বৃস্টিতে আলু চাষীর ব্যাপক ক্ষতিনিন্মচাপের প্রভাবে গত দুই দিনের গুড়িগুড়ি বৃষ্টিতে বরগুনার পাথরঘাটায় কৃষকদের উৎপাদিত আলুর অধিকাংশ নষ্ট হয়ে যাওয়ার আসঙ্কা করছেন কৃষকরা। সঠিক ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য উপজেলা কৃষি অধিদপ্তর ইতমধ্যে সরেজমিন মাঠে কাজ শুরু করেছেন।

আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে পাথরঘাটা উপজেলার রুপধন, কালমেঘা, জালিয়াঘাটা গ্রামে দেখা গেছে, আলু তোলার সময় চলে এসেছে এমন সময় হঠাত বৃস্টি শুরু হওয়ার কারনে আলু ক্ষেত প্রায় পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক কৃষক ক্ষেত থেকে ড্রেন কেটে পানি নামানোর চেষ্টা করলেও আবার বৃষ্টিতে তা পরিপূর্ণ হয়ে যাচ্ছে পানিতে। বারবার চেষ্টা করেও ক্ষেত থেকে পানি সরাতে পারছেন না।

চাষী গোলাম ফারুক, জালাল ব্যাপারী, জামাল তালুকদার, কামাল, নাছিরসহ বেশ কয়েক জন চাষি জানান, প্রতি বছরের মত এ বছর কেউ ২একর আবার কেউ ৪ একর জমিতে আলু দিয়েছে তারা। এবছর আলু ঘরে তোলার সময় আরো এক সপ্তাহ বাকি এমন সময় হঠাত বৃস্টিতে আলু ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার কারনে তাদের অর্ধেকের বেশী আলু নস্ট হয়ে যাওয়ার সম্বাবনা রয়েছে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, এ বছর ২৩০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। তবে বৃষ্টির কারণে নিচু এলাকার আলু নষ্ট হয়ে যেতে। এ মুহুর্তে ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হচ্ছে না।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)