পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ২২ লাখ টাকা ঋণ বিতরণ

asraful islam
asraful islam,
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১২ আগস্ট ২০২১

পল্লী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ২২ লাখ টাকা ঋণ বিতরণ‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ ‘ শীর্ষক স্লোগান নিয়ে কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে পাথরঘাটা পল্লী উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রধানমন্ত্রী ঘোষিত কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা ১৩ জন পল্লী উদ্যোক্তার প্রণোদনা ঋণ হিসেবে ২২ লাখ টাকা বিতরণ করেন। এর মধ্যে ৪ জন মৎস্য চাষি, ৭ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ২জন গাভী পালনকারী রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী রাকিব প্রমুখ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।
নাম মাত্র ৪ভাগ মুনাফায় দুই বছরের ১৮ কিস্তিতে পরিশোধ করতে হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রাম হবে শহর। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামের মানুষ পাবে। যারা ঋণ গ্রহণ করেছেন তাদের সঠিকভাবে কাজে লাগানোর অনুরোধ করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)