বিদ্রোহী কবিতায় রুদ্র রুহান
রুদ্র রুহান।
ভেবেছো সুবোধ পালাবে! না,
তোমাদের আত্মাকে আত্মদহনে
দগ্ধ করতে সে নেপথ্যে প্রস্তত।
তোমাদের জুলুমের শিকার বাস্তহারার
পাশে অদৃশ্য সুবোধের অস্তিত্ব
লালসায় বিক্ষত কিশোরী
নুসরাতকে দহনে দগ্ধ করে
ভেবেছো মরে গিয়ে বেঁচে গ্যাছে!
নাহ্, ওঁর প্রতিবাদি আত্মা বয়ে নিয়ে
ফের সুবোধ গড়বে বসতি
আমাদের লোকালয়ে।
দর্জি বিশ্বজিৎদের কুপিয়ে
যতবার হত্যা করবে,
ততবারই সুবোধ মধ্যরাতে
অট্টহাস্যবদনে তোমায়
পীড়ন দিতে থাকবে।
সুবোধ মৃত্যুঞ্জয়ী,তাকে হত্যার
বৃথা চেষ্টা কোরোনা নির্বোধের দল।
সুবোধ বাঁচবে লাল সবুজের পতাকায় মহাপ্রলয়ের পূর্বক্ষণ পর্যন্ত।
রুদ্র রুহান
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)