উপজেলা পরিষদ নির্বাচন রাঙ্গাবালী ছেলের প্রচারণায় গিয়ে বাবার মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১২ জুন ২০১৯

রাঙ্গাবালী ছেলের নির্বাচনী প্রচারণায় গিয়ে বাবার মৃত্যু / এই ছবিটি প্রতিকীবাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। দু’চোখে স্বপ্ন ছিল ছেলে জনপ্রতিনিধি হবে। তাই নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই ছেলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছিল।

মঙ্গলবার (১১ জুন) বিকেলেও ছেলের গণসংযোগে অংশ নেন। কিন্তু আর কোন কর্মসূচিতে অংশ নেওয়া হবে না। ছেলের জয়-পরাজয় না দেখেই না ফেরার দেশে চলে গেছেন বাবা।

নির্বাচনী প্রচারণায় গিয়ে মঙ্গলবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদারের বাবা রিয়াজ তালুকদার (৪৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এদিকে, ১৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর বাবার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার খালগোড়া বাজারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওয়ালিদ তালুকদারের উড়োজাহাজ প্রতীকের নির্বাচনী প্রচারণার গণসংযোগে গিয়ে ছেলের জন্য প্রতিদিনের মত ভোটারদের কাছে দোয়া চেয়েছেন রিয়াজ তালুকদার। কিন্তু প্রচারণায় শেষ হওয়ার আগেই ওইদিন রাতে রিয়াজ তালুকদার হঠাৎ অসুস্থ হয়ে পরেন। খবর পেয়ে পরিবার সদস্যরা ছুঁটে যান। তবে কিছু বোঝার আগেই তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে বুধবার সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় হাজারও মানুষের সমাগম ঘটে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)