অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:২৭ এএম, ৬ জানুয়ারী ২০২১

ছবিঃ সংগ্রহীতপটুয়াখালী শহরের হেতালিয়া বাধঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার গভীর রাতে বাজারের সেতারা ক্লিনিক সড়কের দক্ষিণ পাশের সারির দোকানগুলোয় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই পুড়ে গেছে পোলট্রি ফিড, ওষুধ, মুদি-মনোহরী, স্বর্ণ, স্টেশনারীসহ ১৪টি দোকানের অন্তত কোটি টাকার মালামাল।

ফায়ার কর্মী আল মামুন জানান, রাত ১টার দিকে মো. আলতাফ হোসেনের লোপ তোষকের দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের ৭৪ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আরিফুর রহমান রিয়াজ জানান, আগুনের ঘটনায় বাজারের পোলট্রি ফিডের দোকানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কমবেশি সকলেরই ক্ষতি হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)