প্রধানমন্ত্রীর জন্মদিন পাথরঘাটায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

পাথরঘাটা কলেজে বৃক্ষ রোপনপ্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উপলেক্ষে বরগুনার পাথরঘাটায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ মক্কীর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়েছে।
পাথরঘাটা কেএম সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা কলেজ, সরকারী হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ, পাথরঘাটা কেএম সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রায় শতাধীক ফলজ ও ঔষধী গাছ রোপন করে।
পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপন
এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি অমিত কর্মকার সুভ, পাথরঘাটা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. মামুনসহ উপজেলা ছাত্রলীগের সকল স্থরের নেতৃবৃন্দ প্রমুখ।
সরকারী হাজী জালাল উদ্দিন মহিলা কলেজে বৃক্ষ রোপন
এসময় পাথরঘাটায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ মক্কী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, আমাদের সমাজে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলেক্ষে যার যার অবস্থান থেকে প্রয়োজনমত সকলকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা সবুজ শ্যামলে গড়ে উঠবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)