বরগুনা সোনাখালী বালিকা বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:৩১ পিএম, ৩ অক্টোবর ২০১৯

---বরগুনা প্রতিনিধি:
ছাত্র অবস্থায় নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বরগুনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোনাখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিক) মোঃ মাহাবুবুল আলম।

সততা স্টোর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সোনাখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেইজিনা ইয়াসমিন লুনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপ-পরিচালক মোজাহার আলী সরদার , জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, বরগুনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম। শিক্ষ প্রকৌশলী সাবেক ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সামসুন্নাহার ফরিদা।

উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিক) মোঃ মাহাবুবুল আলম বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরে-ই- জান্নাত ইপ্তি।

প্রসঙ্গত, বিদ্যালয়টিতে স্থাপিত ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের জন্য নানা জাতীয় টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। প্রতিটি দ্রব্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দমাফিক দ্রব্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)