সতর্কতাঃ আপনি যদি উপকূলীয় এলাকা ও উপকূলীয় জেলায় থাকেন (ঘূর্ণিঝড় বুলবুল)

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ এএম, ৯ নভেম্বর ২০১৯

নোট : আপনি যদি উপকূলীয় এলাকা ও উপকূলীয় জেলায় থাকেন
এই জেলাগুলোয় যেমন সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, বরিশাল, ও এর পার্শবর্তী জেলায়, এবং আপনার বাড়ি যদি যথেস্ট মজবুত না থাকে, এবং আপনার বাড়ির আশেপাশে ভেঙ্গে পড়ার মতো কোন বড় গাছ থাকে, তাহলে আপনি দেরি না করে আপনার পরিবার সহ আগামিকাল দুপুরের ভেতরে আপনার নিকটবর্তী আছ্রয়কেন্দ্রে চলে যান।
কারন বলা তো যায় না বিপদ কখন কিভাবে আসে।
সুতরাং আগে থেকে সতর্ক থাকুন।

আপনার মোবাইল ফোন ও চার্জার সামুগ্রি ফুল চার্জ দিয়ে রাখুন।
আগামিকাল ৯ ই নভেম্বর বিকেল এর পর থেকে ঘূর্ণিঝড় বুলবুল প্রবল শক্তি নিয়ে দক্ষিন পশ্চিম বাংলা উপকূল অতিক্রম শুরু করতেপারে।

ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা যশোর বাংলাদেশ
আপডেট : ৮ ই নভেম্বর রাত ০৮:৪৬ মিনিটে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)