পাথরঘাটায় ছাত্রলীগ নেতা এনামুল হকের ৭’শ কম্বল বিতরণ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৮ জানুয়ারী ২০২০

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা এনামুল হকের ৭’শ কম্বল বিতরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি.
বরগুনার পাথরঘাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন মনি শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় খলিফারহাট বাজারে উপজেলার ৩ নং চরদুয়ানী ইউনিয়নের ৭’শ অসহায় গরীব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃর্নমূল শীতার্থ মানুষের পাশে আছেন। এ বিষয়টি সবাইকে জানাতে শুভেচ্ছা হিসাবে চরদুয়ানী ইউনিয়ন ৭শ উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়ন কম্বল বিতরন করা হবে বলে জানান তিনি।

এনামুল হোসাইনের বড় ভাই ডিবি, ডিএমপি সিনিয়র এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, “আমার ছোট ভাইয়ের এই মহৎ কাজে আমি অভিভূত। সমাজের বিত্তবানদের এই উপকূলীয় অঞ্চলে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি”।

আবদুল কুদ্দুস হাওলাদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথী ছিলেন উপজেলা যুবলীগর সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ। উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবুল হাসন, আব্দুল হাই মাষ্টার, রুস্তম আলী, খলিলুর রহমান প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)