ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনে সহযোগিতা পেলো ৩’শ বেকার দিন মজুর ও হতদরিদ্ররা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩১ মার্চ ২০২০

ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনে সহযোগিতা পেলো ৩’শ বেকার দিন মজুর ও হতদরিদ্ররা
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের ব্যাক্তিগত সহায়তা চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, সাবান, মার্ক্স ও হ্যান্ড স্যানিটাইজার পেলো উপজেলার ৩ শতাধীক বেকার দিন মজুরে ও হতদরিদ্ররা।

আজ মঙ্গলবার সকাল থেকে পাথরঘাটা পৌর এলাকা সহ উপজেলার চরদুয়ানি, কাঠালতলী, কালমেঘা ও সদর ইউনিয়নে ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন এনামুল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, ছাত্রলীগের আরমান সোভন, আমিনুল ইসলাম সাকিল, আলাউদ্দিন আল রিপন, রাকিব চৌধুরী, ইফতেয়াখ আহমেদ লিয়ন, নাইমুল রাব্বি সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় এনামুল হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারণে পাথরঘাটায় অনেক দিনমজুর বেকার হয়ে পড়েছে। ঘর থেকে বের না হতে পারায় এক বেলার খাবার জোগাড় করতে তাদের হিমসিম পোহাতে হচ্ছে। তাই তাদের কথা চিন্তা করেই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)