আজ বরগুনায় দুই করোনা রোগীর মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০২১

আজ বরগুনায় দুই করোনা রোগীর মৃত্যুবরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় দু’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এ দু’জন মৃত্যুবরণ করেন।

এরা হলেন- বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী এলাকার গৃহবধু নূপুর (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মজিদবাড়িয়া এলাকার আবদুস সোবহান (৭০)। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

গৃহবধূ নূপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন এবং রাতেই তিনি মৃত্যুবরণ করেন। আর আবদুস সোবহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ২১০জন। এর মধ্যে পুরুষ ৮৮৮জন এবং মহিলা ৩২২জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৫জন। আর মারা গেছেন ২৮জন। এছাড়াও চিকিৎসাধীন আছেন ৮৭জন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)