আমতলী পৌর এলাকায় যাত্রীবাহী অটো, মাহেন্দ্রা ও রিক্সাসহ সকল গণপরিবহন প্রবেশ নিষিদ্ধ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৬ এপ্রিল ২০২০

ছবিঃ সংগ্রহীতআমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসাধারনকে রক্ষার লক্ষে বরগুনার আমতলী পৌর এলাকায় যাত্রীবাহী সকল অটো, মাহেন্দ্রা, রিক্সাসহ সকল গণপরিবহন পৌর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

সোমবার দুপুরের পর থেকে পৌর এলাকার কোথায় কোন সড়কে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইক, মাহেন্দ্রা, রিক্সাসহ সকল গণপরিবহন চলাচল বন্ধ থাকার ঘোষনা দেন। এছাড়া তিনি পৌর এলাকার সকল দোকানপাঠও বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনাভাইরাস প্রতিরোধ ও পৌরবাসীকে নিরাপদ রাখা সম্ভব। তাই তিনি সকল পৌরবাসীকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)