আমতলী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন বিক্রেতাদের খাদ্য সহায়তা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৭ এপ্রিল ২০২০

হতদরিদ্র ও কর্মহীন বিক্রেতাদের খাদ্য সহায়তাআমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌরসভায় প্রাণঘাতি করোনাভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় পৌরসভার উদ্যোগে সামাজিক সুরক্ষা বজায় রেখে মাছ ও সবজি বিক্রেতা ৩০৫জন হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দৃপুর ৩ টায় নতুন বাজার মাছ বাজারের সামনে সামাজিক সুরক্ষা রেখে হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতা পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। তিনি প্রতিটি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও একটি সাবান বিতরণ করেন।

এসময় আমতলী মাছ বাজারের সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে পৌরসভার ৩০৫ জন হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতা পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)