সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ব্যতিক্রমী প্রচারণায় সাংবাদিক শফিকুল ইসলাম খোকন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ | আপডেট: ০২:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২০

বরগুনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ব্যতিক্রম প্রচারণা
করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের নিরাপত্তা, দায়িত্বপালনকালে সুরক্ষা ও বিশেষ প্রণোদনা সরকারসহ মিডিয়া হাউজের প্রতি দাবি করে ব্যতিক্রমই প্রচারণা চালাচ্ছেন এক সাংবাদিক। চার দফা দাবি নিয়ে গত দুইদিন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা শহরে প্লাকাট নিয়ে রাস্তায় রাস্তায় হাটছেন তিনি।

এছাড়াও উপকূলের সাংবাদিকদের জীবন যাত্রা তুলে ধরেছেন ছন্দের তালে তালে। ওই সাংবাদিকের নাম শফিকুল ইসলাম খোকন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন লেখক ও গবেষক।

দাবির মধ্যে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন না, সাংবাদিকরা করোনা ভাইরাসে সংক্রমিত হোক, আমিও চাইনা, পুরস্কার চাইনা, নিরাপত্তা চাই’, ‘প্রতিরোধ যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা চাই’ ‘আমরা মফস্বল সাংবাদিক। আমাদের নিরাপত্তা সামগ্রী চাই। ‘আমরা মফস্বল সাংবাদিক, আমাদের সকল বিট করতে হয়। দায়িত্ব পালনকালে সুরক্ষা চাই। এমন দাবি উল্লেখ করেছেন তিনি। এছাড়াও ছন্দের তালে তালে ‘আমরা থাকি উপকূল, আমাদের নেই কোন কুল, সংবাদ নিয়ে থাকি সব সময় ব্যাকুল, তারপরেও পাইনা কোন কুল’ এভাবেই তুলে ধরেছেন উপকূলের সাংবাদিকতা পেশার কাজের জীবন যাত্রার মান।
এই ব্যতিক্রমধর্মী প্রচারণা সম্পর্কে শফিকুল ইসলাম খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু করোনা ভাইরাস নয়, বিগত দিনে ঘটে যাওয়া সিডর, আইলা, ফণি, বুলবুলসহ বিভিন্ন দূর্যোগে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ মফস্বলের সংবাদকর্মীরা সম্মুখ সারিতে থেকে পরিস্থিতির মোকাবেলায় মুখ্য ভূমিকা পালন করছে। কিন্তু শহরের সাংবাদিকরা প্রত্যেকেই এক একটা বিট থাকে। তারা সেই বিট সম্পর্কিত সংবাদ সংগ্রহ করে থাকেন। আর আমরা মফস্বল সাংবাদিকরা সকল বিটের সংবাদ সংগ্রহ করে থাকি। জনগণের নিরাপত্তার স্বার্থে নিজেদের স্বার্থ ত্যাগ করে সিডরআইলার মত ভয়াবহ ঝড় জলোচ্ছাসহ যে কোন পরিস্থিতিতে মাঠেঘাটে থেকে সংবাদ সংগ্রহের পাশাপাশি জনগণকে সচেতনমুলক প্ররচাণরা এবং মানবিক কাজেও নিয়োজিত থাকি। কিন্তু আমরা মফস্বল সাংবাদিকরা শহরের সাংবাদিকদের থেকে সরকার, সংশ্লিষ্ট গণমাধ্যমেও অবহেলিত আছি। করোনা ভাইরাসের পরিস্থিতিতে ঠিক তেমনি। এ কারণেই আমার এই ভিন্ন দাবি।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও যুগান্তর প্রতিনিধি বলেন, এ দাবি শুধু শফিকুল ইসলাম খোকনের একার দাবি নয়, আমাদের মনের দাবিগুলোই তিনি তুলে ধরেছেন। যে দাবিগুলো আমরা সকলেই মনের ভিতরে পুশে ছিলাম। যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন খোকন।
তার এই ভিন্নধর্মী প্রচারণা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের দাবি যৌক্তিক বলে আমি মনে করি। আমি পাথরঘাটায় দায়িত্ব পালন করাকালীন ফণি, বুলবুল ও বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে সব সময়ই সহযোগিতা করে আসছেন। সংবাদ সংগ্রহের পাশাপাশি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারাও জনগণকে সচেতন করছে। আমি মনে করি, মফস্বল সাংবাদিকদের শহরের সাংবাদিকদের মত মুল্যয়ন করা উচিত।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)