পাথরঘাটায় ঠাকুরঘর ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় আরো একজন আটক, ৩ দিনের রিমান্ড

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১১:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০

পুলিশের হাতে আটক
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের উত্তম মজুমদারের বাড়িতে জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মুখ টেপ লাগিয়ে ঠাকুর ঘর থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার ডাকাতির মাধ্যমে লুট করে নেয়ার ঘটনার জরিতদের মধ্যে চার জনকে এবং সংন্দেহ জনক ভাবে একজন সহ মোট পাঁচজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। আটক পাঁচজনের চার জন কারাগারে পাঠানো হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য এক চুরির মামলায় আটক বরগুনার বুরিরচড় এলাকার শাহজাহান খলিফার ছেলে বাদলকে লিগাল টার্ম শ্যোন আ্যারেস্ট দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, আটক আসামিদের জবানবন্দিতে ঘটনা স্বীকার করেছে। তাদের সাথে আট জনের একটি সংঘবদ্ধ দল আছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)