পাথরঘাটায় ৩০টি মোবাইল সহ দেড় লাখ টাকা চুরি, আটক ৩

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ এএম, ১৯ নভেম্বর ২০২০ | আপডেট: ০৯:২৫ এএম, ১৯ নভেম্বর ২০২০

আটক ৩

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের একটি দোকান থেকে ৩০ টি মোবাইল সেট ও নদগ দেড় লাখ টাকা চুরির ঘটনায় তিন জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

গত তিনদিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরিশাল শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকের আটক করা হয়।

এর আগে গত মাসের ১০ তারিখে কাকাচিড়া বাজারের লিটন ইলেকট্রনিক্স এর দোকানে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

পাথরঘাটা থানা সূত্রে জানা যায় উল্লিখিত চুরির ঘটনায় দোকানের মালিক লিটন পহলান বাদি হয়ে পাথরঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরিশালের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে আজ বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল শহর থেকে শামীম নামে এক ছিঁচকে চোরকে আটক করে পাথরঘাটা থানায় আনা হয়েছে। আটক শামীমের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি হওয়া মোবাইলের সূত্র ধরে এদের আটক করা হয়েছে। আটককৃতদের থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন। তদন্তের স্বার্থে এর বেশী তথ্য এই মুহূর্তে দেয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)