পাথরঘাটায় আজ মধ্যরাত থেকে সাত দিন বৈধ অস্ত্র বহন করা নিষিদ্ধ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ এএম, ২৯ জানুয়ারী ২০২১

পাথরঘাটায় আজ মধ্যরাত থেকে সাত দিন বৈধ অস্ত্র বহন করা নিষিদ্ধ

বৈধ অস্ত্র বহন নিষিদ্ধআগামী ৩০ জানুয়ারি বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শুরু হবে।

উক্ত নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণের পূর্ববর্তী দুদিন হতে ভোটগ্রহণের পরবর্তী পাঁচ দিন পর্যন্ত সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

জেলা প্রশাসক কার্যালয় বরগুনা করতে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭(ক)(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৩০ শে জানুয়ারি ২০২১ তারিখ বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ আদেশ অমান্য কারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

অফিসার পাথরঘাটা পৌরসভা নির্বাচন স্বাক্ষরিত একরিটার্নিং অফিসার সাবরিনা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়

সম্পন্ন করার লক্ষে পৌরসভার বাসিন্দা ব্যতীত
মধ্যে পদত্যাগ করার নির্দেশ প্রদান করেন তিনি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)