পাথরঘাটায় কোষ্টগার্ডের অভিযান এগারোশ গ্রাম গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ৫ ফেব্রুয়ারী ২০২১ | আপডেট: ০৬:২৫ পিএম, ৫ ফেব্রুয়ারী ২০২১

পাথরঘাটায় কোষ্টগার্ডের অভিযান এগারোশ গ্রাম গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় এক কেজি ১শ গ্রাম মনিপুরী গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পাথরঘাটা ষ্টেশনের কোষ্টগার্ড বাহিনী। আজ বেলা ১টা দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের হাওলাদার বাড়ির সামনে থেকে গাঁজার প্যাকেটসহ বাবুল হোসেন (২৫) নামের মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। মাদকব্যাবসায়ী বাবুল ওই গ্রামের ছগির হাওলাদারের ছেলে। পাথরঘাটা কোষ্টর্গাড ষ্টেশন কমান্ডার ফাহিম শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, কলাপাড়া থেকে নদী পথে পাথরঘাটায় মাদকের চালান আসছে। এমন সংবাদের বিত্ততে কোষ্টগার্ড বহিনী তাদের গোয়েন্দা নজরদারী শুরু করে। পরে মাদক ব্যাবসায়ীর নাম ঠিকনা সংগ্রহ করে তার বারিড় কাছে অবস্থান নেয় কোষ্টগার্ড বাহিনী। বেলা একটার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসইকেল নিয়ে বাবুল তার বাড়ির সামনে নামলে কোষ্টগার্ড বাহিনী তাকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি পলি ব্যাগ তল্লাশী করে এক কেজি একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । বাবুলকে পাথরঘাটা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)