পাথরঘাটায় এক কেজি গাঁজা সহ যুবক আটক
বরগুনা পাথরঘাটায় এক কেজি ৫০ গ্রাম গাঁজা সহ ইউনুস সিকদার নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ড এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী ইউনুছ সিকদার (৩৮) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার।
আটক ইউনুস সিকদার উপজেলার কাকচিরা ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের আব্দুর রহিম সিকদারের ছেলে।
বিসিজি দক্ষিণ কোস্টগার্ড স্টেশান পাথরঘাটা স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার জানান পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ড এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী ইউনুছ সিকদারকে প্রায় ০১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাকে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।