পাথরঘাটা থানার আয়োজনে আনন্দ উদযাপন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৩ পিএম, ৭ মার্চ ২০২১

পাথরঘাটা থানার আয়োজনে আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসঙ্ঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে পাথরঘাটা থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি শাহাবুদ্দিন এর সভাপতিত্বে আনন্দ উদযাপনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক, ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভিন।

শারীরিক দুরত্ব বজায় রেখে পাথরঘাটা থানা চত্বরে দিন ব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ‘ডকুমেন্টারি হেরিটেজ’ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে যাচ্ছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)