পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫হাজার মাস্ক হস্তান্তর করলেন উপজেলা প্রসাশন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৪ এপ্রিল ২০২১

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫হাজার মাস্ক হস্তান্তর করলেন উপজেলা প্রসাশন

কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫হাজার পিস মাস্ক হস্তান্তর করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা।

শনিবার বেলা সাড়ে বারোটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তাহ এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভিন প্রমুখ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা জানান সম্প্রতি পাথরঘাটায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সাথে সাথে স্বজনদের ভিড় বাড়ছে। সে জন্য হাসপাতালে আগতদের শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিকভাবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে আরো দেয়া হবে বলেও জানান তিনি।

এডিপির বরাদ্দ কৃত অর্থায়নে আরো ৩০ হাজার মাস্ক পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হবে বলে জানান ইউএনও সাবরিনা সুলতানা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)