ফুরফুরা শরীফের বড় হুজুরের ইন্তেকাল, ছারছীনা পীর সাহেবের শোক
ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবদুল হাই সিদ্দীকী বড় হুজুর (রহঃ) এর মেজো সাহেবজাদা, আল্লামা মুফতী আবু ইব্রাহিম মোঃ ওবায়দুল্লাহ সিদ্দিকী আর কোরায়শী হুজুর আজ ইন্ডিয়ান সময় ৯:৩০ মিনিটে নিজ বাড়ি ফুরফুরাতে বার্ধাক্যজনীত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ্ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তিনি তার শোকবার্তায় বলেন- মেজ হুজুর আমার চাচা শশুর ও ফুরফুরা ছেলছেলার মুরুব্বী ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা একজন স্বার্থক অভিভাবককে হারালাম। তাঁর মত বিনয়ী ও মুহাক্কিক আলেম বর্তমান সময়ে খুবই দুর্লভ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত করেন এবং আল্লাহপাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই দোয়া করি। তাঁর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ সবরে জামীল তথা ধৈর্য ধারণ ধারণ করার তাওফীক দান করুক।