পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের যুকি হ্রাস করি’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা এবং পরে উপজেলা পরিষদের মাঠে মহড়া অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ এর সভাপতিত্বে ও উপজেলা দুর্যোগ ও ত্রান বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন, বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান, কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিজেন কমান্ডার সাজু মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হায়দার, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)