পাথরঘাটায় ৩ বিদ্রহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২ নভেম্বর ২০২১ | আপডেট: ০৬:৫২ পিএম, ২ নভেম্বর ২০২১

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয় দাখিল করেছেন।

আজ মঙ্গলবার মনোনয় জমা দেয়ার শেষ দিনে সকাল ১০ টা বিকেল ৫টা পর্যন্ত এ খবর পাওয়া গেছে।

তারা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়ননের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তিনি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, রায়হানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রুপক, তিনি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাচনাপাড়া ইউনিয়নরে মিরাজ হোসেন তিনি ঢাকা সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।

এদিকে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন জানান, ইলেকশন কমিশন তৃতীয় ধাপে তফসিল ঘোষনার পর প্রর্থীরা তাদের দলীয় মনোনয়নপত্র কেনার পর থেকে দলের মধ্যে মাষ্টার মাইন্ড তৈরী হয়েছে। আমরা তা চিহিৃত করেছি। বিগত দিনে যারা দলের মধ্যে থেকে নৌকা ছিদ্র করেছে তারা এবার ধরা পরেছে।
জননেত্রী এ বছর তাদের দলীয় মনোনয়ন দেয়নী। ভবিষ্যতেও তারা কোন নির্বাচনে মনোনয়ন পাবে না।

তিনি বলেন, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে পাথরঘাটায় ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোট ১৫টি মনোনয়ন পত্র জমা পরেছে। এর মধ্যে মাষ্টার মাইন্ডের লোকেরা বিদ্রোহী প্রার্থী হয়েছে। আগামী ১১ তারিখের মধ্যে এরা যদি সরে না দাড়ায় এদেরকে এই নির্বাচনের মধ্যেই জনগন বিচার করবে বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)