জলদস্যু দমনে জেলেদের সাথে মতবিনিময়ে র‍্যাবের মহাপরিচালক পাথরঘাটায় আসছে কাল

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৮:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

জলদস্যু দমনে জেলেদের সাথে মতবিনিময়ে র্্যাবের মহাপরিচালক পাথরঘাটায় কালউপকূলের মানুষের জীবন ও জীবীকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বরগুনার পাথরঘাটায় আসছেন আগামীকাল (রবিবার)। তিনি উপকূলীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি জলদস্যু দমনে জেলেদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় করবেন তিনি।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী জানান, সাগরের জলদস্যু দমনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে র‍্যাব। বিভিন্ন সময়ে অভিযানের কারণে গত তিন বছরে নির্বিঘ্নে সাগরে মাছ স্বীকার করতে পেরেছে জেলেরা। তবে বর্তমান সময়ে আবারও জলদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠলে জেলে পল্লীগুলোতে আতংক বিরাজ করে। তিনি আরো জানান র‍্যাবের মহাপরিচালকের কাছে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি মতে পাঁচটি স্থায়ী ক্যাম্প দাবী করবেন তারা।

র‌্যাব-৮ কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০১৮ সালের ১নভেম্বর সুন্দরবনকে জলদস্য মুক্ত ঘোষণার পর সম্প্রতি সময় আবারও বঙ্গোপসাগরে জলদস্যুদের আনাগোনা শুরু হয়েছে। এদের কবলে পড়ে জেলেদের হতাহতের ঘটনাও ঘটেছে পুনঃরায়। যেহেতু তৎকালীন সময়ে জলদস্যু মুক্ত বঙ্গোপসাগরে র‍্যাবের

গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে কারনেই র‍্যাবের মহাপরিচালক এ বিষয়ে উপকূলীয় মানুষের সাথে মতবিনিময় করবেন। তিনি আরো জানান গত ১৭ নভেম্বর পাথরঘাটায় এক জেলে নিহত হওয়ার পর উপকূলীয় অঞ্চলে মানুষের মনে আতংক ছড়িয়ে পড়ে। মুলত উপকূলীয় এলাকায় মানুষের আতংক দুর করতে র‍্যাবের মহাপরিচালক পাথরঘাটায় আসছেন।

অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বিভাগীয় পুলিশ কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি আখতারুজ্জামান, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ প্রমুখ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)