পাথরঘাটায় বিধবার স্বপ্ন পুড়ে ছাই, ৫লাখ টাকার ক্ষতি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১ জানুয়ারী ২০২২

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় বৈদ্যুতিক শর্টসার্টিকের আগুনে মমতাজ বেগম নামের এক বিধবা নারীর বসতঘরপুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় জোমাদ্দার বাড়ি। এসময় ওই নারীর প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ইউপি সদস্য দুলাল মিয়া।

মমতাজ বেগম একই এলাকার মৃত মকিন জোমাদ্দারের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া সাংবাদিকদের জানান, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে মমতাজ বেগমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। তার ধারনা ওই পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাথরঘাটা স্টেশানের ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, বদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সুত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। সেখানে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে প্রাথমিক ভাবে ধারনা ওই ঘরে মালামালসহ প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)