তালতলীতে নিখোঁজের ২ দিন পর খালে মিলল নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক তালতলী,
বরগুনার তালতলীতে নিখোঁজের দুই দিন পর সাফিয়া (৫০) নামের এক নারীর মারাদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ( ৫ এপ্রিল) দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের খাল থেকে এ মরাদেহ উদ্ধার করা হয়। নিহত সাফিয়া একই গ্রামের আলোম বয়াতির স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ এপ্রিল) সন্তানের পায়ের নুপুর তৈরির কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আজ দুপুরে খালে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।