বরগুনার অমিত এইচএসসি পরীক্ষা দেবে জেলে থেকে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:০৭ এএম, ১ এপ্রিল ২০১৮

বরগুনাকারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছে বরগুনার ‘এম বালিয়াতলী ডি এন কলেজ’-এর শিক্ষার্থী অমিত হাসান।

কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ অনুমতি দিয়েছে।

সদর উপজেলার গোড়াপদ্মা এলাকার কাঞ্চন চৌকিদারের ছেলে অমিত। নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় ১১ ফেব্রুয়ারি থেকে সে বরগুনা জেলা কারাগারে রয়েছে। এ অবস্থায় কাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে জেলা কারা কর্তৃপক্ষের আবেদনে শিক্ষা বোর্ড সাড়া দেয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)