সুগন্ধা নদীতে অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৮

অবৈধ কারেন্ট জাল পোড়া হচ্ছেজাটকা সংরক্ষণ আইন অমান্য করে ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে জেলা মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

জব্দ জালগুলো শহরের কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পোড়ানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, শনিবার পহেলা বৈশাখকে সামনে রেখে জেলেরা সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরছিল। খবর পেয়ে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। এসময় জাল ফেলে রেখে জেলেরা পালিয়ে যায়। নদী থেকে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৩ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)