ভ্রাম্যমাণ আদালতরাজাপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা, প্রতিবাদে ধর্মঘট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

ভ্রাম্যমাণ আদালতরাজাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সদরের বাইপাস এলাকার ডক্টর্স ফার্মিসি নামের ঔষদের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২০ হাজার টাকা এবং বাঘড়ী এলাকার শহিদুল স্টোরে মেয়াদ উত্তীর্ণ মিনারেল ওয়াটার ও কোল্ডড্রিংক রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ইউএনও আফরোজা বেগম পারুলের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলার সহকারি পরিচালক সাথিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা করে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬ ঘন্টা ফার্মেসী বন্ধ রেখে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।

সভায় বক্তব্য রাখেন কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান ও সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)