উজিরপুরে পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

---অনলাইন ডেস্কঃ
উজিরপুর উপজেলায় পানিতে পড়ে নিখোঁজ মৎস্য ঘেরের শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ সাতলা স্লুইজ গেট সংলগ্ন খাল (চ্যানেল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অপু বাইন (৩০) উপজেলার উত্তর সাতলা এলাকার গৌরঙ্গ বাইনের ছেলে। তিনি দক্ষিণ সাতলা এলাকায় মো. গিয়াস উদ্দিনের মাছের ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেল ৫টার দিকে উজিরপুরের দক্ষিণ সাতলার খালের স্লুইজ গেট সংলগ্ন স্থানে পড়ে যান তিনি। খবর পেয়ে রাতেই বরিশাল নৌ ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে সোমবার সকালে অপুর মরদেহ উদ্ধার করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ঘেরে পানি প্রবেশের সুবিধার জন্য খালের স্লুইজ গেটে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন এই শ্রমিক পরে আজ সকালে নদী সংলগ্ন স্লুইজ গেটের ওই চ্যানেলের একটি গর্তে আটকে যাওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)