সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ছয় জেলে অপহরন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৪ মে ২০১৮

জেলে অপহরনসুন্দরবনে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা।

সোমবার (১৪ মে) ভোরের দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়িয়া খালে কাঁকড়া শিকারের সময় তারা অপহৃত হন।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলী গ্রামের হোসেন গাজীর ছেলে আব্দুল মজিদ গাজী (৩৩), একই গ্রামের মৃত এন্তাজ গাজীর ছেলে সৈয়দ আলী গাজী (৪০), অনিল ভাঙীর ছেলে বাসুরাম ভাঙী (৩৯), লিয়াকত গাজী (৪৫), মফিজুল ইসলাম (৩৫) ও ফজলু গাজীর ছেলে সোহাগ হোসেন (২৫)।

স্থানীয় চুনকুড়ি গ্রামের শওকত, মমিন ও বিশ্বজিৎ জানান, এক সপ্তাহ আগে ওই ছয় জেলে কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে বৈধভাবে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যান। সোমবার ভোরে সুন্দরবনের চালতেবাড়িয়া খালে কাঁকড়া শিকার করার সময় কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। এসময় তারা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)