পাথরঘাটায় তক্ষক উদ্ধার, পরে আবমুক্ত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৬ মে ২০১৮ | আপডেট: ০৯:১৫ এএম, ১৭ মে ২০১৮

উদ্ধার হওয়া তক্ষকপাথরঘাটা থেকে ১টি তক্ষক উদ্ধার করা হয়েছে। পরে বিকেলে লালদিয়া চরের বনে অবমুক্ত করা হয়।

বুধবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাদুরতলা গ্রামর লালমিয়ার বাড়ি থেকে এ তক্ষকটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন পাথরঘাটা নিউজকে জানান, বাদুরতলা গ্রামর লালমিয়ার বাড়ি তাল গাছ থেকে তাল কাটার উদ্দেশ্যে গাছে উঠলে সেখান থেকে তক্ষকটি মাটিতে পরে। পরে স্থানীয়রা হরিণঘাটা বনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েতকে খবর দিলে তিনি তক্ষকটি উদ্ধার করে।

তিনি পাথরঘাটা নিউজকে আরও জানান, উদ্ধারকৃত তক্ষটি বিকেলে পাথরঘাটার লালদিয়া চরের বনে আবমুক্ত করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)