সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১০ জুন ২০১৮

৩ নম্বর সতর্কতা সংকেতচট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোকে এ সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১০ জুন) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৫ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পুরোদিন ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বহাল থাকবে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের টেলিফোন অপারেটর রেজাউল করিম বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। এ অবস্থা মঙ্গলবার (১২ জুন) বেলা ১২টা পর্যন্ত বহাল থাকবে।(সূত্রঃ বাংলানিউজ২৪.কম)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)