ট্রলারের ইঞ্জিনে কাপড় পেচিয়ে জেলের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১২ জুন ২০১৮

এই ছবিটি প্রতিকীকুয়াকাটায় ট্রলারের ইঞ্জিনের ফ্লাইহুইলের সাথে পরনের গেঞ্জি পেচিয়ে কুদ্দুস খন্দকার (৫৫) নামের এক জেলে মারা গেছে।

মঙ্গলবার (১২ জুন) বেলা ১১টর সময় কুয়কাটা সমুদ্র সৈকতের ঝাউবন সংলগ্ন সমুদ্রে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত কুদ্দুস কুয়াকাটা পৌর শহরের হুসেনপাড়া এলাকার মৃত তোজাম্বর আলীর পুত্র।

নিহতের জেলে কুদ্দুসের শ্যালক ফোরকান জানান, সকাল দশটায় সাগরে মৎস্য শিকারের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে বের হন। ট্রলারের ইঞ্জিন স্ট্যার্ট করার সময় সাগরের ঢেউয়ে নৌকার পেছনভাগ জেগে উঠে। এসময় কুদ্দুস ছিটকে গিয়ে ইঞ্জিনের উপড় পড়ে এবং তার পরিধেয় গেঞ্জি ইঞ্জিনের চাকায় জড়িয়ে যায়। এ সময় মাথা, বুকে এবং হাতে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে কুয়াকাটা হাসপাতাল এবং পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)