বরগুনার ফুলঝুড়িতে বিদ্যুত সংযোগের নামে চাঁদাবাজী

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০ এএম, ১ মার্চ ২০১৮

---পাথরঘাটা নিউজ ডেস্কঃ
বরগুনার সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের হতদরিদ্র মানুষগুলো প্রায় তিন চার মাস পূর্বে বিদ্যুৎ সংযোগ পাওয়ার আসায় দুই ধাপে প্রায় ৪ হাজার টাকা করে দেন ওই এলাকার মাদ্রাসার সুপার আলতাফ ও সাবেক ইউপি সদস্য (মেম্বর) ফারুক নামের দুই ব্যক্তির কাছে।

একজন দু’জন নয়-গ্রামের ১২ শতাধিক পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এই বিষয়ে মাদ্রাসা সুপার আলতাফকে খুঁজে পাওয়া গেলে ইউপি সদস্য ফারুক কে খুজে পাওয়া যায়নি। তবে মাদ্রাসার সুপার আলতাফকে খুঁজে পাওয়া গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উল্টো সে টাকা নেয়ার কথা অস্বীকার করেন এবং সাংবাদিকদের ম্যানেজ করতে না পেরে মোবাইল ফোনে কল দিয়ে আমি একজন ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আমার বিষয় নিয়ে রিপোর্ট করার আগে এমপি মহোদয়ের কাছে জিজ্ঞেস করে নিবেন অন্যথায় আপনি বিপাকে পরবেন।

তবে গ্রামবাসীর দাবী সরকার বিনামূল্যে আমাদের বিদ্যুৎ দিচ্ছে কিন্তু আমরা টাকা দিয়েও বিদ্যুৎ পাচ্ছিনা।

এব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ বোর্ডের বরগুনা জেলা কর্মকর্তা বলছেন, আমাদের কাছে অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)