আমতলীতে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেফতার ২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৩ জুন ২০১৮

ফাইল ফটোআমতলীতে সরকারি কাজে বাধা ও পুলিশ কনস্টেবল মো. রাফিউল ইসলামকে দায়িত্ব পালনের সময় মারধর করেছে বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে জুম্মান আহম্মেদ লিসান ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার (২১ জুন) রাতে পৌর শহরের আল হেলাল মোর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। পুলিশ লিসান ও অহিদুল ইসলাম শিহাবকে শুক্রবার গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। আদালতের বিচারক হুমায়ুন কবির তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌর শহরের আল হেলাল মোর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ সদস্য মো. রাফিউল ইসলাম খলিলের চায়ের দোকানের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় পৌরসভার মাদানীনগর এলাকার জুম্মান আহম্মেদ লিসান পুলিশকে উদ্দেশ করে গালাগাল করতে থাকে। তিনি (পুলিশ সদস্য) তার কথায় বাধা দিলে লিসান ও তার সহযোগীরা মারধর শুরু করে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)