ভোলায় জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পর ‘বন্দুকযুদ্ধে’ যুহক নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৬ জুন ২০১৮

ভোলায় জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পর ‘বন্দুকযুদ্ধে’ যুহক নিহতভোলার সদর উপজেলায় দীঘলদিতে জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পর ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) ভোর পৌনে ৪টায় উপজেলার বাগমারা ব্রিজ এলাকার নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এদিকে পরিবারের দাবি, নিহত জাকিরের বাড়ি ভোলা সদরের উত্তর দীঘলদি ইউনিয়নে।

ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, একটি লোকাল গান (এলজি), সাত রাউন্ড গুলি, চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি শহিদুল ইসলাম জানান, গত মাসে জাকিরকে মাদকসহ আটক করা হয়। সোমবার আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি।

মাদকের আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপ একটি ইটভাটা এলাকায় মুখোমুখি অবস্থানকালে ডিবি পুলিশ দুদিক থেকে অভিযান চালায়। এ সময় বন্দুকযুদ্ধে জাকির মারা যান।

তবে জাকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, গত মাসের ৫ তারিখে জাকির ৪১ পিস ইয়াবাসহ আটক হয়। সোমবার ভোলার জজকোর্টে জামিন প্রার্থনা করলে আদালত জামিন দেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় সোমবার জেল থেকে তিনি ছাড়া পায়নি বলেই জানেন তারা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)