১১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৩৩ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৮

১১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহতবগুড়া সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

বুধবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে শহরতলীর মাটিডালি এলাকায় দ্বিতীয় পাইপাসে পল্লীমঙ্গল সড়ক চারমাথায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আপন ওরফে সিজার(৩২)। তিনি সদর উপজেলার কর্ণপুর এলাকার নুর হোসেন খন্দকারের ছেলে।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, মাটিডালি ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির জন্য সমবেত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে টহল পুলিশ সেখানে পৌঁছায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও জানমাল রক্ষায় পাল্টা গুলি ছুড়লে একজনকে পড়ে থাকতে দেখা যায়। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আহত সিজারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সিজারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৫টি অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)