পাথরঘাটায় দূর্বৃত্তদের আগুনে করাতকল ঘর পুড়ে ছাই, জনমনে আতংক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৭ জুন ২০১৮

দূর্বৃত্তদের আগুনে করাতকল ঘর পুড়ে ছাইপাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৭নং ওয়ার্ড খলিফারহাট বাজারের একটি করাতকল ঘর দূর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এঘটনায় করাতকলের মালিক একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাফালবাড়ীয়া গ্রামের বাসীন্দা মোঃ কামাল হোসেন কুদ্দুস পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ২৩ জুন শনিবার প্রতিদিনের মত করাতকলে কাজ শেষে সকল কর্মচারীরা স্ব-স্ব বাড়িতে যাওয়ার পরে ওই দিনের গভীর রাতে কোন একসময় দূর্বৃত্তরা করাতকল ঘরে আগুন দিলে মেশিন রাখা ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে কামাল হোসেন কুদ্দুস এর লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

অপর দিকে ২৫ জুন দিবাগত রাতে খলিফার হাটের মুদি দোকান্দার আলমগির খলিফার দোকান ঘরের পিছন থেকে বেরা কেটে অজ্ঞাত চোর ঘরে প্রবেশ করে ঘরে থাকা বিভিন্ন মালামালসহ দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ অর্থ এবং দোকানে থাকা কয়েকটি দরবারের দান বাক্স বাহিরে নিয়ে বাক্স ভেঙ্গে নগদ অর্থ নিয়ে যায়। এভাবে একের পর এক অপ্রতিকর ঘটনা ঘটায় বাজারে ব্যবসায়ীরা চরম হতাশায় আছেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: খবির উদ্দিন এর কাছে জানতে চাইলে পাথরঘাটা নিউজকে বলেন, বিষয়টির ব্যপারে আমি সরেজমিনে যাব এবং যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

এব্যপারে খলিফারহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগির হোসেন মৃধার কাছে জানতে চাইলে পাথরঘাটা নিউজকে বলেন, উল্লেখিত ঘটনায় আমরা হতাশ, আমরা বাজারের ব্যবসায়ীরা এর প্রতিকার চাই।

এব্যপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে বলেন, বিষযটির ব্যপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ আইনের আশ্রয় নিলে তাদেরকে আইনি সহয়তা দেওয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)