পাথরঘাটায় বাল্যবিবাহ নিরোধে মাঠ পর্যায়ে প্রশিক্ষন কর্মশালা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ৫ জুলাই ২০১৮

বাল্যবিবাহ নিরোধে প্রশিক্ষন কর্মশালাপাথরঘাটা উপজেলা পর্যায়ে গভর্নেন্স ইনোভেষন ইউনিট এর সহযোগীতায় বাল্যবিবাহ নিরোধে মাঠ পর্যায়ে করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৯টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়ে ১টা পর্যন্ত চলবে।

একর্মশালায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে পাথরঘাটা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় সকল মসজিদের ইমামগন উপন্থিত ছিলেন।

এসময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় সকল মুসল্লি ও মসজিদের ইমামগনকে তাদের স্ব-স্ব কর্মস্থলে থেকে বাল্যবিবাহ বন্ধে কাজ করার হন্য আহ্বান জানান।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)