বলেশ্বর নদ থেকে দুই ট্রলারসহ ৪ জেলে আটক, জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৯ জুলাই ২০১৮ | আপডেট: ০৩:১৯ পিএম, ১৯ জুলাই ২০১৮

বলেশ্বর নদ থেকে দুই ট্রলারসহ ৪ জেলে আটক, জরিমানা
সুন্দরবন ও বরগুনার পাথরঘাটার মধ্যবর্তী বলেশ্বর নদে অভিযান চালিয়ে কোস্টগার্ড দুই ট্রলারসহ ৪ জেলেকে আটক করেছে। এ সময় ওই ট্রলারে থাকা অন্তত ৫ লাখ বাগদা পোনা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে বলেশ্বর নদের রুহিতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো, আলী হোসেন মল্লিকের ছেলে আ. বারেক মল্লিক, মো. ছালেক হাওলাদারের ছেলে জহুরুল ইসলাম, আ. লতিফ হাওলাদারের ছেলে মেহেদী হাসান ও শাহ আলম ফরাজীর জেলে আল-আমিন। তাদের বাড়ি পটুয়াখালীর মহিপুরের কোমরপুর গ্রামে।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪জনকে আর্থিক জরিমানা করেন এবং জব্দকৃত মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে। নৌকা দুটি নিলামে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার সাব লে. জহুরুল ইসলাম জানান, নিয়মিত অভিযানকালে দুইটি ট্রলার, ট্রলারে থাকা ৫ লাখ বাগদা পোনাসহ ৪ জনকে আটক করা হয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)