কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসব

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:২৩ এএম, ৩ মার্চ ২০১৮

---অনলাইন ডেস্কঃ
পর্যটক আকর্ষণের লক্ষ্যে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুড়ি উৎসব হয়েছে। শুক্রবার (২ মার্চ) ছুটির দিন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের ঢল নামে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কুয়াকাটায় সূর্যদয় ও সূর্যাস্ত অবলোকনের পাশাপাশি বাহারি নকশার দৃষ্টি নন্দন ঘুড়ি নীল আকাশে ওড়ার দৃশ্য সবাইকে অভিভুত করে।

ঘুড়ি উৎসবের আয়োজক ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলের সমন্বয়কারী আরিফুর রহমান জানান, বঙ্গোপসাগরের ১৮ কিলোমিটার জুড়ে কুয়াকাটা সৈকত। সেই কুয়াকাটায় পর্যটক আকর্ষণের লক্ষ্যে আমরা বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কুয়াকাটায় ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। ১০টি বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়িয়ে পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছি।

কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটক নাসির উদ্দিন, মামুন জানান, ভ্রমণে এসে পাখির মতো দেখতে ঘুড়ি উড়িয়ে খুব আনন্দ পেয়েছি। এরকম আনন্দ আর কোন দিন করিনাই।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)